#OnlineWestBengal12thBoardExams

মাননীয়,

শিক্ষামন্ত্রী ড.পার্থ চট্টোপাধ্যায়,

                    বিষয় : দশম দ্বাদশ শ্রেণির পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের আবেদন

মহাশয়,

        করোনা প্রাক্কালে যখন CBSE,ICSE এবং অন্যান্য State Board দশম শ্রেণির পরীক্ষা বাতিল ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করেছে, তখন আমাদের রাজ্যে এই দুই শ্রেণির পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি চরম পর্যায়ে।দেশে ও রাজ্যে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক এবং আমাদের পরীক্ষার জন্য বেশ কিছুটা সময় থাকলেও করোনা পরিস্থিতি আমাদের যথেষ্ট আতঙ্কিত করায় এই পরিস্থিতিতে আমাদের পক্ষে স্কুলে গিয়ে স্বাভাবিক ভাবে পরীক্ষা দেওয়া ঝুঁকিপূর্ণ। হয়ত আমরা পড়ার জন্য সময় পেয়েছি এবং সিলেবাস থেকে ৩০-৩৫% বাদ দেওয়া হয়েছে, তবে সারাবছর Online এ ঠিক মতো পড়তে না পারার ফলে মানসিক চাপ  এবং করোনা আতঙ্কে আমরা এই দাবি করছি যে আমাদের পরীক্ষা Online বা অন্য যে কোনো মাধ্যমে নেওয়া হোক, যাতে শারীরিক উপস্থিতির প্রয়োজন নেই। আমরা এমনিতেই অনেকটা সময় পিছিয়ে আছি,যা আমাদের মানসিক ভাবে ভারাক্রান্ত করছে তাই পরীক্ষা স্থগিত করার মতো সিদ্ধান্ত আমাদের উপর চাপ সৃষ্টি করবে। আমাদের সাথে সাথে আমাদের অভিভাবক সহ শিক্ষকরাও এই পরিস্থিতি তে আমাদের জন্য চিন্তিত ।

                  অতএব মহাশয়, আপনি যদি এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা ভেবে আমাদের এই পরীক্ষা বিষয়ক দাবি সম্পর্কিত কোনো সিদ্ধান্তে উপনীত হয়ে আমাদের মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করেন, তবে আমরা চিরকৃতজ্ঞ থাকবো।

বিনীত

WBBSEWBCHSE এর শিক্ষার্থীগণ

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক er sign-[https://documentcloud.adobe.com/link/track?uri=urn:aaid:scds:US:9d8a7dd3-832c-4cca-b8b3-a3dcce423efc] ('Sign Doc'app for e-sign)


All Bengal Student Association    Contact the author of the petition

Sign this Petition

By signing, I authorize All Bengal Student Association to hand over the information I provide on this form to those who have power on this issue.







Paid advertising

We will advertise this petition to 3000 people.

Learn more...